পেঁপের জাত

চিত্রঃপেঁপে চাষ।


বিসমিল্লাহির রহমানির রহিম

আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন ইনশাআল্লাহ।

আজকে আমরা রেড লেডি এফ -১ হাইব্রিড পেঁপে সম্পর্কে বিস্তারিত জানবো।

এটি তাইওয়ানের উচ্চ ফলনশীল বামন প্রজাতির পেঁপে। রেড লেডি প্রত্যেকটি গাছে পেঁপে ধরে।এই     জাতের প্রত্যেকটি গাছে বেশ বড় পেঁপে ধরে। পেঁপের রং লাল-সবুজ। এক একটি ফলের ওজন ১.৫-২ কেজি হয়।পেঁপের মাংস বেশ পুরু, সুস্বাদু মিষ্টি ও সুগন্ধিযুক্ত হয়। এটি বাংলাদেশের অনেক স্থানে চাষ করা হচ্ছে। তবে পাহাড়ি অঞলে খুবই চাষের

গাছের উচ্চতা ৬০-৮০সেঃমিঃ হলেই ফলে ধরা শুরু করে। প্রতিটি গাছে ৪০ টির অধিক ফল ধারণ করে। কাঁচাপাকা উভয় অবস্থায় বাজার জাত করা যায়। পেঁপে সহজেই নষ্ট হয়না এজন্য দূর-দূরান্তে বাজার জাত করা যায়। এই জাতের পেঁপের রিং স্পট ভাইরাস সহ্য করার ক্ষমতা আছে।

অঙ্করিত হার ৭৫%-৯৫% বীজের পরিমাণ ২ গ্রাম(১২০-১৪০) টি, প্রতি গাছে ৫০-১২০ টিকে ফল ধারণ করে।

বীজের হারঃ

প্রতি গ্রামে বীজের সংখ্যা ৬০-৭০ টি।হেক্টর প্রতি ৭০-১০০ গ্রাম বীজের প্রয়োজন।সেই হিসেবে ৩০০০-৩২০০ চারা লাগানো যায় হেক্টর প্রতি।

চারা তৈরীঃ

বীজ থেকে বংশ বিস্তার করানো যায়। বীজের প্যাকেট কেটে ২ ঘন্টা রোদে শুকিয়ে, ২ ঘন্টা ঠান্ডা জায়গায় রেখে ঠান্ডা করে ১০-১২ ঘন্টা পানিতে ভেজানোর পর পলিথিন ব্যাগে চারা তৈরী করতে হবে। পলিথিন ব্যাগে চারা তৈরী করার পর চারা দ্রুত বৃদ্ধি পায়। ৫-৬সেঃমিঃ আকারে ব্যাগে সমপরিমাণ বেলে-দোয়াশ মাটি ও পঁচা গোবরের মিশ্রন ভর্তি করে ব্যাগে ২-৩ টিকে ছিদ্র করতে হবে। তারপর এতে সদ্য সংগৃহীত বীজ হলে একটি আর পুরাতন হলে দুই টি। ১টি ব্যাগে একের অধিক চারা রাখা যাবে না।

রেড লেডি হাইব্রিড পেঁপে গাছের বৈশিষ্ট্যঃ

♦এটি তাইওয়ানের উচ্চ ফলনশীল বামন প্রজাতির পেঁপে। রেড লেডি প্রত্যেকটি গাছে পেঁপে ধরে।

♦রেডলেডি জাতের পেঁপে  গাছ ১০ ফুট উঁচু হয়ে।প্রতিটি গাছে ৫০-১২০ ফল ধরে।

♦৫-৬ মাসে ফুল আসে এবং ৭-৯ মাসে ফুল ধরে। এই জাতের পেঁপে গুলি বেশ বড় হয়। পেঁপের রং লাল-সবুজ।

♦এক একটি ফলের ওজন ১.৫-২ কেজি হয়ে।

♦পেঁপের মাংস বেশ পুরু, সুস্বাদু মিষ্টি ও সুগন্ধিযুক্ত।

♦কাঁচাপাকা উভয় অবস্থায় বাজার জাত করা যায়।

♦পাকা পেঁপে সহজেই নষ্ট হয়না এজন্য দূর-দূরান্তে বাজার জাত করা যায়।

♦এই জাতের পেঁপের রিং স্পট ভাইরাস রোগ সহ্য করার ক্ষমতা আছে।

♦এই জাতের জীবনের কাল ২ বছরের অধিক।

রেড লেডি উচ্চ ফলনশীল জাতের যা আমাদের বাংলাদেশের আবহাওয়ার জন্য খুবই ভালো ফলন হয়। বিশেষ করে বান্দরবানে চাষাবাদ উপযোগী এই ফলটি। সুতরাং আপনারা আজ থেকে সকলেই শুরু  করে দেন হাইব্রিড পেঁপে চাষ।ইনশাআল্লাহ আপনাদের খুব ভালো ফলন হবে আশা করি।
"খোদা হাফেজ"

Comments

Popular posts from this blog

পেঁয়াজের চারা উৎপাদন